ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নানাভাবে ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করে যাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোট পাওয়ার জন্য সব কিছুই করছেন তারা। ঘরে ঘরে গিয়ে উপহার বিলি করছেন অনেকে।
তবে সব প্রার্থীকে টেক্কা দিয়ে মধ্যপ্রদেশের রাষ্ট্রীয় আমজন পার্টির শরদ সিং কুমার নিজ হাতে তার ভোটারদের জুতা পলিশ করে দিচ্ছেন। তার নির্বাচনী প্রতীক জুতা। সে কারণেই ভোটারদের জুতা পলিশ করে দেয়ার কাজে নেমেছেন তিনি।
এক ভোটারের জুতা পলিশ করছেন শরদ, এমন একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। খবর এনডিটিভির।
মধ্যপ্রদেশের নির্বাচন উপলক্ষে বেশ কয়েকজন ভোটারের জুতা পলিশ করে দিয়েছেন তিনি।
এ সম্পর্কে শরদ সিং বলেন, নিজের প্রতীকের এমন ব্যবহার করে জিততে চাই। নির্বাচনের প্রতীকের তালিকায় ছিল জুতা। কিন্তু কেউ তা নেননি। এখন জুতাই ভাগ্য ফেরাবে বলে বিশ্বাস করেন তিনি।
তেলেঙ্গানার কোরুতলার স্বতন্ত্র প্রার্থী আকুলা হনুমন্থও কম যান না। তিনি দ্বারে দ্বারে চটি (লাঠি) বিলাচ্ছেন। তিনি বলছেন, প্রতিশ্রুতি রাখতে না পারলে ওই চটি দিয়েই যেন লোকজন তাকে মারতে পারেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply