হরীতকীর গুণের শেষ নেই। হরীতকী খুব তিতা একটা ফল কিন্তু এর গুণ অনেক। এটি ট্যানিন,অ্যামাইনো অ্যাসিড, ফ্রুকটোজ ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ। এটি দেহের রক্ত পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়।
হৃদপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে।কারন একমাত্র লবণ রস (নোনতা স্বাদ) ছাড়া হরীতকীর মধ্যে বাকি পাঁচটি রসই বিদ্যমান।প্রতিদিন যদি আহারের সময় হরীতকীর চাটনি সেবন করা যায় তাহলে বুদ্ধি,বল ও আয়ু বাড়ে। ভোজনান্তে হরীতকী সেবনে বাত,পিত্ত,কফ,এই ত্রিদোষকে নাশ করে এবং এগুলো থেকে উৎপন্ন শরীরের নানা বিকারকেও শান্ত রাখে।এছাড়া হরীতকী সহযোগে নানা ধরনের ঔষধি প্রস্তুতও করা হয়।
বিভিন্ন রোগে হরীতকীর ব্যবহারঃ
● হরীতকীতে অ্যানথ্রাইকুইনোন থাকার কারণে রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্য দূর করে হরীতকী। অ্যালার্জি দূর করতে হরীতকী বিশেষ উপকারী।
● হরীতকী ফুটিয়ে সেই পানি খেলে অ্যালার্জি কমে যাবে।
● হরীতকী গুঁড়া নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগালে চুল ভালো থাকবে।
● হরীতকীর গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
● গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরীতকী পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে আরাম পাবেন।
● দাঁতে ব্যথা হলে হরীতকী গুঁড়া লাগান, ব্যথা দূর হবে।
● রাতে শোয়ার আগে অল্প বিট লবণের সঙ্গে ২ গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরীতকীর গুঁড়া মিশিয়ে খান। পেট পরিষ্কার হবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ /- সাদিয়া শারমিন।
Leave a Reply