চট্টগ্রামের রাউজানে অস্ত্র সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের কদলপুর উচ্চ বিদ্যালয়ের পুর্ব পার্শ্বে দক্ষিন শমসের পাড়া এলাকায় রাউজানের শীর্ষ ডাকাত ধামা ইলিয়াছ ও তার সহযোগিরা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়ে পুলিশ গোপনে সংবাদ পেয়ে গত ৩১ অক্টোবর বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় ডাকাত দলের প্রতিরোধে স্থানীয় জনগনকে নিয়ে হানা দেয়।
পুলিশরে উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা রাতের অন্দ্বকারের মধ্যে পাহাড়ের ঝোপ জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ার সময়ে জনতা ও পুলিশ ধাওয়া করে তিন ডাকাতকে অস্ত্র সহ ধরে ফেলে। জনতা ও পুলিশের হাতে আটক তিন ডাকাতের কাছ থেকে তিনটি দেশীয় তৈয়ারী বন্দ্বুক ৬ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ উদ্বার করে।
রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ জানান, ডাকাতদলের সদস্যরা কদলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সংবাদ গোপনে রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে নিয়ে রাউজান থানার ওসি তদন্ত মীর হোসেন, রাউজান থানার এস আই সাইমুল ইসলাম, এ এস আই শ্যামল, সুজন, সালাম সহ রাউজান থানার পুলিশের দল স্থানীয় জনতাকে নিয়ে ডাকাতদলের সদস্যদের ঘেরা ও করি।
এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময়ে পুলিশ ও জনতা ধাওয়া করে অস্ত্র সহ তিন ডাকাতকে আটক করি । জনতা পুলিশের হাতে আটক তিন ডাকাত হলো রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকার জুনুর পুত্র আজিম প্রকাশ বাসেক (৩৭) রাউজানের কদলপুর সমশের পাড়া এলাকার আবদুল মোনাফের পুত্র আইয়ুব (৩৫) একই এলাকার আবু তাহেরের পুত্র এস্কান্দর (২৬) ।
রাউজান থানার এস আই সাইমুল ইসলাম জানান, আটক ডাকাত আজিম প্রকাশ বাসের নিহত শীর্ষ সন্ত্রাসী জানে আলমের সহযোগি তার বিরুদ্বে রাউজান থানায় একধিক মামলা রয়েছে। অপর ডাকাত আইয়ুবের বিরুদ্বে রাউজান থানা একধিক মামলা রয়েছে। আটক তিন ডাকাত সহ পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের বিরুদ্বে ডাকতির প্রস্তুতির প্রচেষ্টায় একটি মামলা ও অস্ত্র আইনে একটি মামলা সহ দুটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানান।
আজ তিন ডাকাতকে পুলিশ আদালতে সোর্পদ করে। রাউজানের কদলপুরে পুলিশের চিরুনী অভিযানে অস্ত্র সহ তিন ডাকাত গ্রেফতার হওয়ার সংবাদ পেয়ে সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply