বিএনপি-জামায়াত চার দলীয় জোট সরকারের মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছেন। ঢাকা বিভাগ থেকে প্রার্থী হওয়ার জন্য মনোয়ন ফরম নিয়েছেন তিনি।
তফসিল ঘোষণার পরদিন শুক্রবারই ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীদের ফরম দেওয়া হয়। এবার ফরমের মূল্য বাড়িয়ে রাখা হচ্ছে ৩০ হাজার টাকা।
প্রথম দিন শেষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা পড়েছে এক হাজার তিনশ ২৮টি।
ঢাকা বিভাগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বাহাদুর ব্যাপারী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, বাহাউদ্দিন নাসিম, মাদারীপুরের কালকিনি থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, মাদারীপুরের শিবচর থেকে নৌমন্ত্রী শাহাজান খান, ঢাকা-১২ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা থেকে সাবের হোসেন চৌধুরী, কিশোরগঞ্জের ভিন্ন দুই আসনে রাষ্ট্রপতির ছেলে তৌফিক ও তুহিন, মানিকগঞ্জ থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দূর্জয়, ধামরাই থেকে নাট্য অভিনেতা সোহেল খান, টাঙ্গাইল থেকে নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানসহ ২০৬ জন মনোনয়ন ফরম নেন।
চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, ডা. দীপু মনি, আমিনুল ইসলাম আমিনসহ ২২২ জন।
খুলনা বিভাগে শেখ হেলাল, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, কুষ্টিয়ার খোকসা থেকে মিজানুর রহমান বিটুসহ ১৯৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
ফর্ম দেয়া শুরু হয়ে গেছে। ঘোষনা হয়েছে তফসিলও। এবার কেবল উৎসব মুখর পরিবেশে নির্বাচনের অপেক্ষা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply