আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইডিইবি ফুড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন’ এর বার্ষিক সম্মেলন এবং প্রতিষ্ঠাবার্ষিকী। আইডিইবি- যার পুরো নাম, ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস অফ বাংলাদেশ।
এই বার্ষিক সম্মেলন ঘিরে নেয়া হয়েছে প্রস্তুতি। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এডভোকেট কামরুল ইসলাম এমপি। কামরুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের সম্মানিত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন, জনাব বদরুল হাসান। বদরুল হাসান খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক। এছাড়াও বিশেষ অতিথির তালিকায় রয়েছেন বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনাব হারুনুর রশিদ, ‘গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানিজ’ এর চেয়ারম্যান। পাশাপাশি বাংলাদেশ ফুড বেভারেজ এসোসিয়েশন এর সভাপতি তিনি।
ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানটিতে। তিনিও বিশেষ অতিথির দায়িত্ব পালন করবেন।
এছাড়া সম্মেলনের বিশেষ অতিথির পদে থাকবেন জনাব মোহাম্মদ শামসুর রহমান। তিনি আইডিইবি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক।
সম্মেলনে উপস্থিত থাকবেন বিভিন্ন ফুড কোম্পানীর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত কর্মকর্তা। এছাড়া মাননীয় মন্ত্রীবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসে একে আরো সাফল্যমন্ডিত করবেন বলে আশা করা হচ্ছে।
স্বনামধন্য কোম্পানীগুলোর কর্মচারীগণ যেন অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে তাঁদের মূল্যবান মতামত, কিংবা ধারণা প্রকাশ করতে পারে সে উদ্দেশ্যে সরকারী ছুটির দিনটিতে সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আমন্ত্রিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা সম্মেলনটিতে বিনোদনের মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে।
খাদ্য মানুষের প্রথম ও প্রধান মৌলিক অধিকার। ভোক্তার অধিকার রয়েছে ন্যায্যমূল্যে ভেজালমুক্ত খাবার হাতের নাগালে পাবার। তেমনি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলোর রয়েছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা থেকে আয়োজন করা হয়েছে সম্মেলনটির, যেখানে কর্মকর্তা এবং মাননীয় মন্ত্রীগন এক সঙ্গে বসে এ সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করবেন এবং এসব সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করবার চেষ্টা করবেন।
আইডিইবি ফুড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের চার বছর পূর্তিতে হওয়া এই সম্মেলনের সভাপতিত্ব করবেন আহ্বায়ক জনাব মঞ্জুরুল হক।
উক্ত অনুষ্ঠানের স্পন্সর হিসেবে রয়েছে গ্লোব, আর এস পি, সানটেক সহ স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply