ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের পর্দা উঠছে আজ। এই আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। কিন্তু দলটির হয়ে কমপক্ষে প্রথম ছয় ম্যাচে খেলতে পারবেন না তিনি।
সামনে বিশ্বকাপ। তাই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এখন বিশ্বকাপের দল গঠনের কাজে ব্যস্ত। প্রতিটি খেলোয়াড়কে ভালোভাবে পরখ করে নিতে চাইছেন তারা। নির্বাচকরা খেলোয়াড়দের বলে দিয়েছেন যে, বিশ্বকাপে জায়গা পেতে চাইলে সবাইকে আসন্ন সুপার প্রোভিন্সিয়াল ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিতে হবে। এই কারণে মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন যে, দলটির ভালো হবে তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে দলে নেয়া।
নিলামে ২ কোটি রুপি মূল্য দিয়ে লাসিথ মালিঙ্গাকে দলে ভেড়ায় মুম্বাই। এর আগেও তিনি বেশ কয়েকটি মৌসুমে এই দলটির হয়ে খেলেছেন। মালিঙ্গা এখন শ্রীলঙ্কা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাছাড়া সুপার প্রোভিন্সিয়াল টুর্নামেন্টে তিনি গল দলের অধিনায়ক। এই টুর্নামেন্টটি ৪ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১১ এপ্রিল।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply