গতকাল সোমবার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ছিনতাইকারীদের। ছিনতাই ও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চাকু, বাম ও টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আব্দুস ছালাম সোমবার পোড়াবাড়ি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার মৃত আনোয়ার মোল্লার ছেলে খোকন মোল্লা (৩৩), একই জেলার চান্দনা এলাকার কামাল শেখের ছেলে জিহাদুল ইসলাম রাহাদ (২০) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শরীফ (১৮), টাঙ্গাইলের সানেক বয়রা এলাকার গোলাম মোস্তফার ছেলে বাবুল (২৪), শেরপুরের চকদন্দী মিয়াপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে আল-আমিন (১৮) ও দীত্তাগড়ী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মাসুদ (১৯), পটুয়াখালীর কালীরশরী এলাকার আবুল কালামের ছেলে মিলন (২০) এবং ময়মনসিংহের ঘয়েশপুর এলাকার আব্দুল খালেকের ছেলে আজিজুল (১৮)।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস ছালাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় রবিবার রাতে একটি সংঘবদ্ধ ছিনতাইকারি চক্র অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস ছালাম এবং সহকারী পুলিশ সুপার মো.আসিফ ইকবালের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
এসময় র্যাব সদস্যরা ছিনতাইকারী চক্রের আট সদস্যকে আটক করে এবং তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত পাঁচটি চাকু, এক কৌটা বাম দুই হাজার টাকা উদ্ধার করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা গাজীপুরের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের ভয় দেখিয়ে ও ছুরিকাঘাত করে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কার ইত্যাদি ছিনতাই ও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে অপহরণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। র্যাবের জিজ্ঞাসাবাদে তারা এ কথা জানিয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply