বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মীয়-স্বজনদের নিয়ে খাবার খেয়েছেন।
বুধবার (৫ জুন) ঈদের দিন দুপুরে সেখানেই ঈদের দিন দুপুর দেড়টার দিকে খালেদা জিয়ার সাত জন স্বজন খাবার নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে আসেন। এ সময় স্বজনরা তার সঙ্গে দুই ঘণ্টার মতো সময় কাটান।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, ‘ঈদের দিন দুপুরে খালেদা জিয়ার সাত স্বজন দেখা করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তনীয়।’
খালেদা জিয়ার সঙ্গে যে স্বজনরা দেখা করতে গিয়েছিলেন তারা হলেন, বোন সেলিনা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ভাই প্রয়াত সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভীক এস্কান্দার, ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের মেয়ে তামান্না হক, বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের শাশুড়ি মোখরেমা রেজা।
দুপুর ১টার দিকে খালেদা জিয়ার এই সাত স্বজনকে বিএসএমএমইউর ছয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাদের খালেদা জিয়ার কেবিনে ঢুকতে দেওয়া হয়।
স্বজনরা খালেদা জিয়ার জন্য পোলাও, মুরুগির রোস্ট, রেজালা, দুধ-সেমাই, মিষ্টিসহ বিভিন্ন মাছ ভাজা নিয়ে যান।
খালেদা জিয়ার স্বজনরা পৌনে ৩টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের নেতারাও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। কিন্তু তাদের দেখা করার অনুমতি দেয়া হয়নি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply