গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে ডাকা বাম ও গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোট।
রবিবার (৭ জুলাই) ভোর ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে সকাল থেকে এই মহাসড়কে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে অবরোধে অংশ নেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাবি শাখা এবং শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) নেতাকর্মীরা। ছাত্র জোটের নেতাকর্মীরা জানান দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় ঢাকা-আরিচা সড়কের মাঝখানে হরতালের সমর্থনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এর ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘জাতীয় বাজেটে সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের পক্ষে এ হরতাল ডাকা হয়েছে।’
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি সব ধরনের গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বৃদ্ধি করেছে। যার ফলে এক বার্নারের গ্যাসের চুলায় ৯২৫ টাকা এবং দুই বার্নারের চুলার জন্য ৯৭৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply