আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘হরতাল এখন বড় আন্দোলনের অস্ত্র নয়, এই অস্ত্রে মরিচে ধরে গেছে। হরতাল নামক অস্ত্রটি মরিচে ধরায় অকার্যকর হয়ে গেছে। কারণ দেশের মানুষ এখন বাস্তবতাটা বোঝেন।’
রোববার (০৭ জুলাই) দুপুরে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে বামগণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্য়ালয়ে ওই সভা আনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, হরতালে আবেদন বা সাড়ার কেউ কি কোথাও দেখেছেন? বরং ঢাকা শহরে যানজটের চির পরিচিত প্রতিদিনে যে দৃশ্যপট বিরাজমান।তারা মনে করছেন হরতালের মাধ্যমে দেশের বড় আন্দোলন করা যাবে, তাদের হিসাবের অঙ্কে গুড়ে বালি হয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমি গ্যাসের বিষয়ে বলতে চাই- গ্যাসের মূল্য সমন্বয় করার জন্য মূল্য বৃদ্ধি করা হয়েছে। সরকার গ্যাসে যে ভর্তুকি আগে দিতো এখন ভর্তুকি দিতে হচ্ছে। কাজের এটা (মূল্য বৃদ্ধি) যুক্তিসংগত।
দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, দলের আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, রিয়াজুল কবির কাউসার, মারুফা আক্তার পপি প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply