আওয়ামী লীগের লক্ষ্য বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, খালেদা জিয়া বাহিরে থাকলে তারা তাদের শাসন চালিয়ে যেতে পারবে না। তাই তাকে কারাগারে বন্দি করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ- এ্যাব আয়োজিত এক কৃষিবিদদের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে অবৈধ সরকার বর্তমান দানবের মতো জনগণের ওপর কার্যক্রক চালাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক।
সেলিমা রহমান বলেন, বাংলাদেশের মুক্তি, জনগণের মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং স্বাধীনতা রক্ষার জন্য একজনই রয়েছেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটি আওয়াজই হচ্ছে তা হচ্ছে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া কবে মুক্তি পাবে। তিনি বলেন, যেভাবেই হোক আমরা সকলে মিলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।
এগ্রিকালচারিস্ট এ্যাসোসিয়োশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক কৃষিবিদ রাশেদুল হাসান হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply