নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদসহ কয়েকটি স্থানে অন্তত দুই সন্ত্রাসীর বর্বরোচিত হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি রয়েছেন বলে খবর মিলেছে। তবে হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
নামাজ পরার জন্য ক্রিকেটাররা সেই মসজিদে যখন গিয়েছেন, তার মিনিট দুয়েক আগেই ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে সেখানে। তৃতীয় টেস্ট বাতিল হয়েছে। দেশে ফিরে আসছেন টাইগাররা। আর দেশে থেকে ইনজুরি আক্রান্ত জাতীয় টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান সোশ্যাল সাইটে এই হামলার নিন্দায় সরব হয়েছেন।
সাকিব লিখেছেন, ‘যে কোনো ধরণের সন্ত্রাসবাদ নিন্দনীয়। এটা আরও খারাপ হয়ে ওঠে যখন, এর শিকার হয় উপাসনারত সাধারণ নিরাপরাধ মানুষ। যারা এক কাপুরুষের হামলায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা এবং যারা প্রিয়জন হারিয়েছেন, সেইসব পরিবারগুলোর প্রতি আমি সমাবেদনা জানাচ্ছি।’
সাকিব আরও লিখেন, ‘শুধু এটুকু বলতে চাই যে মহান আল্লাহ্’র প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমার ভাই, আমার সতীর্থদের রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ্।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply