একমাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের সকল ঘরে ঘরে আনন্দের বন্যা।
শুক্রবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক শেষে ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের জানান. পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুন) মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সে অনুযায়ী শুক্রবার সেসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বেশ কয়েকটি জায়গায় শুক্রবার ঈদ উদযাপন করেছেন অনেকে।
ঈদ উল ফিতর শব্দটির একটি ভিন্ন রকম তাৎপর্য রয়েছে। এটি আরবি শব্দ। ঈদ’ অর্থ আনন্দ, উত্সব, খুশি। আর ফিতর অর্থ ভাঙন। ঈদুল ফিতর অর্থ হলো রোজা ভাঙার পর্ব বা উত্সব।
ঈদের শাব্দিক অর্থ হলো ‘বারবার ফিরে আসা’। এ দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ হয়েছে ঈদ। আল্লাহ তা‘আলা এদিনে তার বান্দাকে নি‘আমাত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করে থাকেন।
মুসলিমদের জন্য ঈদ উল ফিতর একটি তাৎপর্য পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এদিন তাঁরা সকল ভেদাভেদ ভুলে, শত্রুতা ভুলে এঁকে অপরকে বুকে টেনে নেয়। এটিই এই উৎসবের মূলকথা।
রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানের অবসানে নতুন চাঁদ দেখামাত্র ছোট-বড়, ধনী-গরিব, প্রতিটি মুসলমানের হৃদয় আনন্দে উদ্বেল হয়ে ওঠে। এই দিনে ধনী-গরিব, বাদশা-ফকির নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় করে, একে অপরের সঙ্গে কোলাকুলি করে।
শান্তির বার্তা নিয়ে ঈদ বার বার ফিরে ফিরে আসুক প্রত্যেক মুসলিম উম্মাহর ঘরে ঘরে অনেক হাসি আনন্দ আর সুখ নিয়ে- এমনটাই প্রত্যাশা সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply