দুপুরের একটু বৃষ্টিতেই উদ্বোধনের আগেই রাস্তায় ফাটল ধরেছে। ফাটল ঢাকতে সন্ধ্যায় ঠিকাদারের লোকজন মাটি চাপা দিয়েছে। এলাকাবাসী রাস্তাটি দেখভালে উর্ধ্বতন কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা যায়, রাজশাহী-নওগাঁ রাস্তাটি দুই লেন থেকে চারলেনের নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। রাজশাহীর নওহাটা ব্রিজঘাট থেকে কেশরহাট পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। তবে কেশরহাট থেকে নওগাঁ পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুপুরের বৃষ্টিতে দৌদ্দমাইল মোড় থেকে সাবাইহাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় চার স্থানে ফাটল ধরেছে।
চৌদ্দমাইল মোড় এলাকার আব্দুল জব্বার বলেন, সন্ধ্যায় ফাটল ঢাকতে ঠিকাদারের লোকজনকে মাটি চাপা দিতে দেখা যায়। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply