বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া জোড়া ব্রিজ এলাকায় রোববার দুপুরে বাসের ধাক্কায় লেগুনার আট যাত্রী নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর আরো একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন উল্লাপাড়ায় উপজেলার বড়হর গ্রামের ইনসাফ আলীর ছেলে আক্তার, একই উপজেলার কয়রাকৃষ্ণ গ্রামের রেজাউল করিমের ছেলে নুর-ইসলাম, একই গ্রামের জব্বারের ছেলে মোহাম্মদ, সবুজ, জয়নাল সরকারের ছেলে জয়েন উদ্দীন, বেদকান্দি গ্রামের গফুর ফকিরের ছেলে মান্না, পাগলা গ্রামের ইউনুছ আলীর ছেলে রেজাউল। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কোউশিক আহমেদ বলেন, ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি এসি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনায় থাকা ৮ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply