জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর জন্য বসানো হয়েছে কারাগারে আদালতের বিশেষ এজলাস।
এই আদালতে হাজির হননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে দেয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদন বলা হয়েছে-খালেদা জিয়াকে আদালতে যাওয়ার কথা বলা হলে তিনি আদালতে যেতে পারবেন না বলে জানান। তিনি আদালতে আসতে অনিহা প্রকাশ করেন।
আদালতে খালেদা জিয়ার না আসার এই প্রতিবেদন পাঠ করে শোনান ঢাকার বিশেষ জর্জ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান।
ঢাকার পুরাতন কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচার চলছে। আজ মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। দুপুর ১২টা ২০ মিনিটে এজলাসে আসেন বিচারক। এরপর খালেদা জিয়ার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান।
তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ, তিনি আদালতে হাজির হননি। ন্যায় বিচারের স্বার্থে জামিনের মেয়াদ বাড়ানো হোক। মামলার অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের জামিনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি বিচার কার্যক্রম এক মাস স্থগিতের আবেদন জানান।
অন্যদিকে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতের আদেশ অনুযায়ী যুক্তিতর্ক শুনানির আবেদন জানান। এর পর আদালত খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে কিনা এবং তার জামিনের মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা তার জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।
এর আগের আদালতের শুনানির দিনে উপস্থিত ছিলেন না খালেদা জিয়ার আইনজীবীগণ। সেদিন খালেদা জিয়া আদালতকে উদ্দেশ্য করে বলেছিলেন, “বার বার আদালতে আসতে পারবো না”।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply