বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ আজ সকাল পৌনে আটটার দিকে মারা গেছেন। গত ২৭শে জুন সিএমএইচ-এ ভর্তি করা হয় এরশাদকে। গত এক সপ্তাহের বেশি তিনি হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন ।গত দুই দিন ধরে তাঁর কোন অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দিচ্ছিল না । জেনারেল এরশাদের মৃত্যুর সংবাদের পর জাতীয় পার্টির বনানীর দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
জাতীয় পার্টির রংপুর শাখার নেতা-কর্মীরা স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি জানিয়েছেন যেন হুসেইন মুহাম্মদ এরশাদকে রংপুরে দাফন করা হয়।
তবে তার লাশ রংপুরেও নেওয়া হবে বলে দল থেকে বলা হচ্ছে। এরশাদ তার পরিবার ও দলের নেতা-কর্মীদের কাছে বনানীর সামরিক কবরস্থানে দাফনের ইচ্ছা পোষণ করেছিলেন, জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। এসব বিষয়ে মাথায় রেখে আজ দলীয় মিটিং-এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মি. বাবলু।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply