বৃহস্পতিবার আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পায় যুক্তরাষ্ট্র এবং ওমান। এবার তাদের সঙ্গে যুক্ত হলো আরও দুটি দেশ-নামিবিয়া আর পাপুয়া নিউগিনি (পিএনজি)। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায় এখন থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে খেলতে পারবে তারা।
ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে দাপুটে এক জয়ই পেয়েছে স্বাগতিকরা।
আফিস পার্কে স্টিফেন বার্ড আর জেপি কোটজের জোড়া সেঞ্চুরিতে ভর করে নিজেদের ইতিহাসের রেকর্ড সংগ্রহ (৩ উইকেটে ৩৯৬) গড়ে নামিবিয়া।
জবাবে হংকং যেতে পেরেছে ২৪৫ পর্যন্ত। ১৫১ রানের বড় জয়ে নিশ্চিত হয়েছে নামিবিয়া ওয়ানডে স্ট্যাটাস। ২০০৩ সালের বিশ্বকাপের পর এবারই প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে দলটি।
এদিনই নামিবিয়ার এক ঘন্টা পর স্বপ্নের ওয়ানডে স্ট্যাটাস লাভ করে পাপুয়া নিউগিনি (পিএনজি)। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২১ রানের মাঝারি পুঁজি দাঁড় করিয়েছিল পিএনজি। জবাবে ওমানের ইনিংস গুটিয়ে যায় ৭৬ রানেই। ১৪৫ রানের বড় জয় পায় পিএনজি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply