আমাদের স্বাধীনতা দিবস ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও কানাডার রাজধানী অটোয়া। মঙ্গলবার (২৬ মার্চ) এক বিবৃতিতে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার এ ঘোষণা দেন। একই দিন কানাডার রাজধানী অটোয়াতেও শহরের মেয়র জিম ওয়াটসন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তলন করে দিনটিকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেন।
মার্কিন বিবৃতিতে বলা হয়, বিশেষ দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের স্মরণ করছে বাংলাদেশের মানুষ। এতে আরো বলা হয়, ‘ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্রে অংশ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। সঙ্গে বেশ কিছু কার্যক্রমেও অংশ নিয়েছে। এই বিশেষ দিনটিকে বাংলাদেশ দিবস ঘোষণা করে আমি বাংলাদেশি রাষ্ট্রদূত ও জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।’
অপরদিকে অটোয়ার মেয়রের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘অটোয়া ও অন্যান্য শহরগুলোতে বাংলাদেশীদের অবদান ও পরিশ্রমের কথা চিন্তা করে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষনা করা হচ্ছে।’ এ সময় অটোয়ার মেয়র দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্র কথাও উল্লেখ করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply