কবিতাঃ অমর একুশে।
কবিঃ শ্যামল কুমার রায়।
(ভারত – কলকাতা)
@————————-@
মাস ফেব্রুয়ারি
সংগ্রাম ভারী
ভাষা আন্দোলন
তোলে আলোড়ন
স্মরণীয় দিন
শোণিত রঙ্গীন ।
কেড়েছিল ওরা
ক খ অ আ
বাঙ্গালীর আশা
বাংলার ভাষা
জননীর মুখ
হয়েছিল মূক ।
সে’দিন প্রভাতে
নবারুণ জাগে
তরুণের প্রাণে
রক্ত আগুনে
বাজি রেখে প্রাণ
মাতৃভাষা মান ।
শামিল মিছিলে
সবে দলে দলে
শহীদ শোণিতে
পিচ্ছিল পথে ।
এসেছিল জয়
প্রাণ বিনিময়
মা-র অশ্রুজল
ধুয়েছে কাজল
আমাদের বুলি
রাখলো আগলি ।
শহীদের তরে
আজও অশ্রু ঝরে
প্রণমি কুর্নিশে
অমর একুশে ॥
———- ** ———–
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply