কবিতাঃ বৈশাখী ঝড়।
কবিঃ শ্যামল কুমার রায়।
(পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া।)
>—————————–<
ঈশান কোণে মেঘ জমেছে
আসছে বুঝি ঝড়
মেঘের ডাকে আকাশ কাঁপে
কাঁপছে চরাচর ।
দেয় না সময় এক লহমায়
আকাশ ঢাকে মেঘে
শন শন শন বইছে বাতাস
ফুঁসছে যেন রাগে ।
পাগলা হাতীর মাতন যেন
বনস্পতির শাখায়
ভাঙছে গাছ উড়ছে চাল
ভীষণ ধ্বংসলীলায় ।
পবনদেব রুষ্ট ভীষণ
সবে ভয়ে আত্মহারা
প্রলয় নৃত্য নাচে রুদ্র
দক্ষ যজ্ঞ পাড়া ।
কড় কড় কড় বজ্রপাত
মেঘের গর্ভ হতে
অঝোর ধারে ঝরছে ধারা
ঘূর্ণি বাতাস সাথে ।
রুদ্র ভৈরব বৈশাখী ঝড়
এসো প্রলয়ংকরী
ধ্বংস করো মানবিকতার
দুর্জন হত্যাকারী ।
নারী ধর্ষক ঘৃণ্য শঠ
কপটাচারী দুর্বৃত্তে
হনন করো অস্ত্রে তোমার
অগ্নি অশনিপাতে ।
ক্লেদ আবর্জনা দাও ধুয়ে
আসুক প্রলয়বন্যা
নব প্রভাতের সূর্য্য উঠুক
পৃথিবী হোক ধন্যা ॥
—————- *****—————-
Leave a Reply