আজ মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় হিট চেম্বার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বেলা পৌনে ১২টায় টঙ্গী বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় এ ঘটনা ঘটে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ হোসেন দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০)। তারা টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
কারখানার কর্মচারী রহীম জানান, সকালে যথাসময়ে কারখানায় এসে কাজ শুরু করেন তারা। বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫-২০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, ‘ওই কারখানার তিনতলা ভবনের তৃতীয় তলায় হিট চেম্বার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটার পর টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধারে কাজ করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরীতে মেয়াদোত্তীরণ এবং পুরোনো মেশিনপত্র ব্যবহার করা হয়। যেগুলো থেকে ঘটতে পারে নানা রকমের দুর্ঘটনা। শ্রমিকেরাও হতাহত হন। এমন দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে ব্যবহৃত মেশিনগুলো দক্ষ লোকবলের মাধ্যমে নিয়মিত মেইটেইনেন্স দরকার।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply