জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বিনা অপরাধে কারাগারে বন্দি রাখার অভিযোগ উঠেছে। কারাগারে বসে খোলা চিঠিতে এমনটাই লিখেছেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ১১তম ব্যাচের ওই ছাত্র এহসান হাবিব সুমন। তার ওই খোলা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বিষয়টি নজরে না আনলে জেল থেকে বের হয়ে মা ও প্রতিবন্ধী ছোট বোনকে নিয়ে আত্মহত্যা করারও হুমকি দিয়েছে ওই ছাত্র।
চিঠিতে যা লিখেছেন বিশ্ববিদ্যালয় ছাত্র : আমি এহসান হাবিব সুমন। জগন্নাথের ১১তম আবর্তন ফিন্যান্স বিভাবে পড়ি। একজন নির্দোষ মানুষের জীবনে এরকম একটা ঝড় আসতে পারে এটা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মানুষের জীবন কতখানি বদলে যেতে পারে তার বড় স্বাক্ষী এখন আমি নিজেই। যে বিশ্ববিদ্যালয় আমাকে ভবিষ্যত নিয়ে এত স্বপ্ন দেখিয়েছে আজ সেই বিশ্ববিদ্যালয় আমার সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিচ্ছে।
প্রথমেই বলে রাখি আমি কখনো কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না। বাবা মারা যাওয়ার পর নিজের পরিবারকে চালাতেই আমার যায় যায় দিন অবস্থা। অথচ গত ১৯-০২-২০১৯ তারিখে আমি সন্ধ্যাবেলায় (আনুমানিক ৭:৩০-৮:৩০ এর মধ্যে) ক্যাম্পাসের সামনে থেকে রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে আমাকে গ্রেফতার করা হয়। এখন কারাগারে বসে কাগজে কলমে সেদিনের ঘটনাটা একটু বর্ণনা করতে চাই।
আমার একটি বাইক আছে। আমার বাসার নিচে কোন গ্যারেজ না থাকার কারণে বিগত ৪ মাস ধরে আমি আমার বাইক ক্যাম্পাসের বিবিএ ভবনের আন্ডারগ্রাউন্ডে রেখে আসছি। গত ১৯ তারিখেও রাতে ৭:৩০ এর দিকে আমি বাইক রাখতে ক্যাম্পাসে গিয়েছি। ২-৩ মিনিটের মধ্যে বাইকটা রেখে লক করে হেলমেটটা হাতে নিয়ে বাইরে চলে আসি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply