হাদীস: হযরত আনাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (সাঃ) বলেন, কিয়ামতের আলামতের মধ্যে কিছু আলামত হলো, এলেম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, যেনা-ব্যভিচার বৃদ্ধি পাবে, মদ বেশী করে পান করা হবে, এমন কি তা আর গোপনে পান করবে না।
কিয়ামতের পূর্বে ১ জন পুরুষের সাথে ৫০ জন নারী থাকবে:
৬৭. হাদীস: হযরত আনাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন আমি এমন একটা হাদীস বর্ণনা করব যা আমার পরে অন্য কেউ তোমাদেরকে শুনাবেন না। আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি। তিনি বলেন, কিয়ামতের কতিপয় আলামতের মধ্যে কিছু আলামত হলো, এলেম দুর্বল হয়ে যাবে, মূর্খতা বেশী বেশী প্রকাশ পাবে, প্রকাশ্যে ব্যভিচার হবে, নারীর সংখ্যা বেশী হবে, পুরুষের সংখ্যা কমে যাবে, এমন কি এক একজন পুরুষের তত্ত্বাবধানে ৫০ জন নারী থাকবে।
নবী করীম (সাঃ) এবং ওমর (রা)-এর এলেমের পরিধিসমূহ:
৬৮. হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি একবার আমি নিদ্রাবস্থায় ছিলাম। আমি স্বপ্নে দেখতে পেলাম, আমার জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসা হয়েছে। আমি তা হতে দুধ পান করলাম, এমন ভাবে দুধ পান করলাম যে, উক্ত দুধের স্বাদ আমার শরীরের সর্বাঙ্গে এমনভাবে বিস্তার লাভ করেছে যা নখের কিনারা পর্যন্ত প্রবাহিত হচ্ছে।
অতঃপর বাকীদুধটুকু আমি হযরত ওমর (রা) কে বিদায় দিলাম। তা শুনে সাহাবারা আরজ করলেন। ইয়া রাসূলুল্লাহ (সাঃ) আপনি উহা দ্বারা কি ব্যাখ্যা করেছেন। উত্তরে হুজুর (সাঃ) বললেন, তা হলো এলেম।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ শাকিল আহমেদ মোহন
Leave a Reply