কামরান আহমেদ রাজীব, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামে গতকাল পূর্ব শত্রুতার জের ধরে গোলাম মোস্তফার ছেলে রাশিদুল (৩৫) খুঁন হয়েছে। স্থানীয়রা জানায়, ঈদউল আযহার চাঁদ রাতে একই গ্রামের খোকন ও টোকনের সাথে রাশিদুল ও বাহাদুরের মারামারি হয়। এতে ঘটনাস্থলে খোকনের মাথায় আঘাত লেগে ৩ জায়গায় ফেটে যায়।
এ ঘটনায় দৌলতপুর থানায় রাশিদুল, বাহাদুরসহ আরও কয়েকজনকে আসামী করে খোকনের পিতা সৈফুল বাদী হয়ে একটি এজাহার দাখিল করে। এজাহারটি এসআই প্রকাশের কাছে তদন্তাধীন রয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় উভয় পরিবারের মাঝে উত্তেজনা বিরাজ করে আসছে। গতকাল গাছেরদিয়াড় ঈদগাহ মাঠের কাছে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা খোকন, টোকনসহ একটি সংঘবদ্ধ গ্রুপ রাশিদুল ও বাহাদুরের উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে আহত রাশিদুল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যুবরণ করে। আহত বাহাদুর দৌলতপুর হাসপাতালে চিকিৎসারত। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এলাকাবাসী জানায়, আহত খোকনের দায়েরকৃত মামলাটি যথাসময়ে গ্রহন করে আসামীদের গ্রেফতার করলে আজ হয়তো এই হত্যাকান্ড ঘটতো না। নিহতের পরিবার জানায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত রাশিদুল হামলার সাথে জড়িতদের নাম বলে যায়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply