সহজ-সরল পথ অবলম্বন কর:
হাদীস: হযরত আনাস ইবনে মালেক(রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেন, তোমরা যেকোন কাজে সহজ সরল পথ অবলম্বন কর, জটিলতা সৃষ্টি করো না অর্থাৎ কঠিন পন্থা অবলম্বন করো না। মানুষদেরকে শুভ সংবাদ প্রদান করো, ভীতি প্রদর্শন করে অশুভ সংবাদ দিয়ো না।
রাসূল (সাঃ) এর ওয়াজ –নসীহত:
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (সাঃ) ওয়াজ ও নসীহতের মধ্যে সাহাবা কেরামদের সময়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখতেন অর্থাৎ প্রতিদিন তিনি ওয়াজ ও নসীহত করতেন না। কেননা রাসূলেপাক (সাঃ) আমাদের মনে কষ্ট দেয়া বা দুঃশ্চিন্তাগ্রস্ত করা পছন্দ করতেন না।
হযরত মাসউদ (রা) এর ওয়াজ –নসীহতের নিয়ম:
৬০. হাদীস: হযরত আবি ওয়ায়েল (র) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) মানুষদেরকে প্রতি বৃহস্পতিবার ওয়াজ ও নসীহত শুনাতেন। অতঃপর এক ব্যক্তি তাঁকে বললেন, হে আবু আবদুর রহমান! অর্থাৎ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) আমরা চাই, প্রতিদিন আপনি আমাদেরকে ওয়াজ ও নসীহত শুনাবেন। এর উত্তরে তিনি বললেন, আমাদেরকে কি এর নিষেধ করা হয়নি? আমি তোমাদের মধ্যে বিরক্তি উৎপাদন করা পছন্দ করি না। আমি ওয়াজ ও নসীহতের মধ্যে তোমাদের সময়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখি। যেমন রাসূলেপাক (সাঃ) আমাদের বিরক্তির ভয়ে মাঝে মধ্যে ওয়াজ করে থাকতেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply