অতীত স্মৃতি
খায়রুল হাসান
হারিয়ে গেছে রেডিওর গান
ছোট বেলার সেই স্মৃতি,
আধুনিকতা আজ কুড়ে
খেয়েছে নিজস্ব সংস্কৃতি।
পাশ্চাত্য আর বর্হিবিশ্ব
যখন অনুসরণ,
বখাটে কাটিং,হাফ প্যান্টই
নতুন সংযোজন।
আদর্শ ছেলে কে হবে আজ
কোথায় সে গুনদর মাতা,
নগ্নতা আর বেহাপনা
কেবলই মাথার ছাতা।
নাই শব্দে ডুবে গেছে আজ
আমার সোনার বাংলা,
সোনার বাংলায় অশান্তি আজ
পুড়ে করে যে কয়লা।
এমন সমাজ চাইনা আমি
যেখানে শৃঙ্খলা নাই,
রবি ঠাকুরের উপহাস তবে
ছেয়ে গেছে সব জায়গায়…?
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply