কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জার ঘড়ি আটকে আছে আটটা ৪৫ মিনিটে। গির্জার টাওয়ারে থাকা এ ঘড়িই যেন জানান দিচ্ছে মানবতাহীন এক নৃসংস হামলার। রবিবার ঠিক এই সময়েই সেখানের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা হামলার সময়েই বন্ধ হয়ে যায় ঘড়িটি। গির্জার কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
রবিবার সকালে প্রার্থনা চলার সময় তিনটি গির্জায় এবং চারটি হোটেল ও একটি বাড়িতে সিরিজ বোমা হামলায় অন্তত ৩৫ বিদেশিসহ ২৯০ জন নিহত হয়। তাদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। প্রথমে কলম্বো ও শহরতলির তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে একের পর এক হামলা হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যে রাজধানীর উত্তরাঞ্চলে একটি বাড়িতে এবং দক্ষিণ কলম্বোর দেহিওয়ালায় একটি হোটেলে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার পর দেশজুড়ে কারফিউ চলছে। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply