বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- স্মার্টফোন বিস্ফোরণ এক আতঙ্কের নাম। সম্প্রতি শাওমি ফোন, স্যামসাং ফোনের বিষ্ফোরণে সবাই বেশি আতঙ্কিত হচ্ছেন। কিন্তু একটু সচেতন হলেই ফোন বিষ্ফোরণের হাত থেকে বাঁচা সম্ভব।
১) স্মার্টফোনে বিস্ফোরণের অন্যতম মূল কারণ ওভার-চার্জিং। বেশিরভাগ ইউজারই রাতে ঘুমনোর সময় সারা রাত ধরে ফোনে চার্জ গিয়ে থাকেন। আর, বেশী সময় ধরে চার্জ দেওয়ার ফলেই ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যায়৷। তাই, ফোন ফুল-চার্জ হয়ে গেলেই ফোনটিকে আন-প্লাগ করুন।
২) ফোন চার্জ করার সময় কখনই সেটের উপর কোন জিনিস রাখবেন না। এতে ওভার-হিটিংয়ের সমস্যা বেশি দেখা যায়। ফলে, খুব তাড়াতাড়ি আগুন ধরে যাওয়ার সম্ভবনা থাকে। এছাড়া, ফোন চার্জিংয়ের সময় কখনই মুভি দেখবেন না অথবা গেম খেলবেন না। এতেও ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যেতে পারে।
৩) ফোন চার্জের সময় ইয়ারফোন ব্যবহার বা ফোনে কথা বলার সময় চার্জ দেবেন না। দীর্ঘসময়ের জন্য ফোন চার্জ দেওয়ার সময় কোন গরম জায়গা বা সরাসরি রোদের মধ্যে রেখে চার্জ দেবেন না। যেটি বাড়িয়ে দিতে পারে হিটিং ইস্যুকে। সব সময় সম্ভব না হলেও চার্জ দেওয়ার সময় ফোনটির কেসটিকে রিমুভ করে নিন।
৪) স্মার্টফোন চার্জের সময় ব্যবহার করুন স্মার্টফোনটির নিজস্ব ব্রাণ্ডের চার্জার। ভুয়ো বা অন্য ব্রাণ্ডের চার্জার ব্যবহার ফোনে বিস্ফোরণ ঘটানোর কারণ হতে পারে।
চার্জারের মতই অনেক স্মার্টফোনের ব্যাটারিও বদলের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে, নির্দিষ্ট স্মার্টফোন সংস্থাটিরই ব্যাটারি ব্যবহার করুন। অনেক সময়ই অন্য সংস্থার ব্যাটারি ব্যবহার হয়ে থাকে। যা দুর্ঘটনার সম্ভবনাকে বাড়িয়ে দিতে পারে।
এর পরে যদি বিষ্ফোরণে ঘটনা ঘটে সেটাকে অপ্রত্যাশিত বা ওই ব্র্যান্ডের ফোনে সমস্যা বলতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply