হাদীস: হযরত মায়মুনা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ছোট চাটাইয়ের উপর নামায আদায় করতেন।
মোজা পরে নামায পড়া:
হাদীস: হযরত মুগীরা ইবনে শুবা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে অযু করতে দেখেছি। তিনি অযুর সময় মোজার উপর মাসেহ করলেন এবং নামায আদায় করলেন।
কে প্রকৃত মুসলমান হিসেবে গণ্য হবে:
হাদীস: হযরত আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যে ব্যক্তি আমাদের ন্যায় নামায পড়বে। আমাদের কেবলাকে কেবলারূপে গ্রহণ করবে এবং আমাদের জবাইকৃত গোশত খাবে।
তাকে মুসলমান বলে গণ্য করা হবে। তার জন্য আল্লাহ ও রাসূল (সাঃ) এর পক্ষ হতে নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সে প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করো না।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply