লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ফাতেমা রিপা একটি বেসরকারি হাসপাতালে আবর্জনার স্তুপ দেখে ফেসবুক লাইভে আসেন।
বুধবার সকালে ফেসবুক লাইভে আসার প্রায় তিন ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়েছে। স্বস্তি পেয়েছেন ওই হাসপাতালে রআশপাশের সাধারণ বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, রামগঞ্জ উপজেলা সদরের রামগঞ্জ বাজারের আধুনিক হসপিটাল এর চারপাশে ময়লা আবর্জনা ও হাসপাতালে পরিত্যক্ত সরঞ্জামাদি ফেলে পরিবেশ বিনষ্ট করে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে একটি নবজাতকের দেহাবশেষ ফেলে রাখে। পরে তা দেখতে পায় বাসিন্দারা। প্রতিনিয়ত এ হাসপাতালের চারপাশ থেকে দুষিত বায়ু ছড়াচ্ছে। এতে করে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দা আবু সায়ীদ বলেন, ছাত্রলীগ নেত্রী লাইভে আসার কিছুক্ষণ পরেই হাসপাতাল কর্তৃপক্ষ চার পাশের আবর্জনা সরিয়ে নিয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগ নেত্রী ফাতেমা রিপা বলেন, সারা দেশে এখন ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালের চার পাশের আবর্জনা দেখে খুব খারাপ লেগেছে। স্থানীয় বাসিন্দারা হাসপাতাল কর্তৃপক্ষের ভয়ে মুখ খুলতে পারছেন না। আমি বিষয়টি জনস্বার্থে ফেসবুক লাইভে তুলে ধরেছি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply