আজ ছিল সরকারী ছুটির দিন। শুধু আজ নয়। গতকাল, এমনকি এই সপ্তাহের বলতে গেলে অধিকাংশ দিনই ছিল সরকারী ছুটি।
রাস্তাঘাটের সেই চিরচেনা যানজটের রূপ তাই আজ ছিলো না। অনেকটা ফাঁকাই ছিলো শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। এই ফাঁকা রাস্তায় অভিযানে নেমেছে ভ্রাম্যমান আদালত।
ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে এই অভিযান চালিয়েছে আদালত। আজ বুধবার (২ মে) মিরপুর ১ ও ২ নম্বর, কল্যাণপুর, শ্যামলী, মানিক মিয়া অ্যাভিউনিউয়ে এই অভিযান চালায় বিআরটিএ ও ট্রাফিক পুলিশের পশ্চিম বিভাগ।
পরিবহনশূন্য ফাঁকা সড়কেই পরিচালত হয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বাস, ট্রাক ও লেগুনার ছাড়াও বিভিন্ন যানবাহনে ২৪টি মামলা দেয়া হয়। এছাড়া নগদ ৫৩ হাজার টাকা জরিমানা, দুইটি পরিবহনকে ডাম্পিং এবং ১০ জনকে একমাসের জেল দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগের এডিসি আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, ‘আজ সকাল থেকে এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, চলবে বিকেল পর্যন্ত। বিশেষ করে লক্কড়ঝক্কড় যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
অভিযান চালাতে ছুটির দিন কেন বেছে নেয়া এমন প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই দিনগুলোতে চালকরা ছুটিতে থাকে। ফলে মালিকরা সব সময় হেলপারদের দিয়ে রাস্তায় যানবাহন চালায়। এই কারণে আজকের অভিযান। এছাড়া কম বয়স্ক কেউ গাড়ি নিয়ে কেউ যেন রাস্তায় না নামতে পারে সে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’
আদালতের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply