জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার নিম্ন আদালতের নথিও তলব করেছে আদালত। তবে খালেদার জিয়ার জামিন আবেদন নথিভুক্ত করে তার অর্থদণ্ড এবং সম্পদ জব্দের আদেশ স্থগিত করে দুই মাসের মধ্যে ওই মামলার নথি তলব করেছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন- ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
আদালত বলেন, যেহেতু খালেদা জিয়ার বিরুদ্ধে আরো মামলা রয়েছে সেহেতু এ মামলায় জামিন দিলে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। এ জন্য আপাতত তাকে জামিন দিচ্ছি না।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। এই সাজা বাতিল চেয়ে এ বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply