শুধু যে ছোটরাই বড়দের থেকে শিখবে, তা কিন্তু নয়। ছোটদের থেকেও বড়দের অনেক কিছু শেখার রয়েছে।
তাই বাড়ির যার ছোট তারা কিন্তু মোটেই হেলাফেলা করার পাত্র নয়। জীবনকে সুন্দর রাখতে তাই অনুসরণ করুন ছোটদেরকেও। আমাদের আজকের প্রতিবেদন থেকে দেখে নিন কী কী তাদের থেকে শিখতে পারি আমরা-
১। ছোটরা কখনই হাল ছাড়ে না। আর বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বড় বেশি অধৈর্য হয়ে পড়ি। একটুতেই হাল ছেড়ে হতাশ হয়ে যাই। জীবনে সাফল্য পেতে ছোটদের থেকে এটা শেখা খুবই জরুরি।
Leave a Reply