হাদীস: হযরত আবু মূসা আশ আরী (রা) হতে বর্ণিত। এক ব্যক্তি নবী করীম (সাঃ) এর দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ! আল্লাহর রাস্তায় জিহাদ কি প্রকারে হয়। আামদের মধ্যে কেউ রাগের বশীভূত হয়ে যুদ্ধ করে, কেউ প্রতিশোধের বশীভূত হয়ে জিহাদ করে।
আগন্তুক ব্যক্তি দাড়িয়ে ছিল আর রাসূলুল্লাহ (সাঃ) বসা ছিলেন, তাই তিনি তার প্রতি মাথা উঠিয়ে তাকালেন এবং বললেন, দ্বীন কায়েম করার উদ্দেশ্য যুদ্ধই আল্লাহর রাস্তায় জেহাদ বলে গণ্য হবে।
রূহ কাকে বলে:
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বর্ণনা করেন, তিনি বলেন, একবার আমি হুজুর (সাঃ)এর সাথে মদীনার এক জনশূন্য স্থানে চলছিলাম, তাঁর হাতে লাঠি হিসেবে একখানা খেজুরের ডালা ছিল। এমন অবস্থায় তিনি একদল ইয়াহুদীর কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন তারা একে অন্যকে বলতে লাগল, আত্মা বা রূহ কি বস্তু সে বিষয়ে তাঁকে প্রশ্ন কর।
এক ব্যক্তি বলল, তাকে কোন প্রশ্ন করো না, হয়তো তিনি ঐ প্রশ্নের এমন উত্তর দিবেন যা তোমার পছন্দ হবে না। অন্য ব্যক্তি বলল, আমি অবশ্যই তাকে প্রশ্ন করব। তারপর এক ব্যক্তি বলল, হে আবুল কাসেম রূহ কি জিনিস? তার প্রশ্ন শুনে রাসূলেপাক (সাঃ) নিশ্চুপ হয়ে গেলেন? হযরত ইবনে মাসউদ (রা) বলেন, আমি রাসূলেপাক (সাঃ) এর অবস্থা দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই হুজুর (সাঃ) এর উপর ওহী নাযিল হচ্ছে।
তাই আমি দাঁড়িয়ে গেলাম। তারপর যখন রাসূলেপাক (সাঃ) এর উপর হতে ঐ অবস্থা কেটে গেল এবং ওহী নাযিল হওয়া শেষ হল তখন রাসূলেপাক (সাঃ) এই আয়াত তেলাওয়াত করলেন,
অর্থাৎ : তারা আপনাকে “রূহ” সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলে দিন, “রূহ” আল্লাহ পাকের একটি নির্দেশ মাত্র। এ বিষয় তাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply