ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার জমি নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদ আলী ৩৯ নামে একজনকে হত্যার দায়ে জাহিরুল ইসলাম নামক এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেয়া নির্দেশ দেন আদালত।
এ মামলায় আসামি মোট ১১ জন এছাড়া বাকি ১০ জন আসামি আলম তাজ উদ্দিন, আবু তাহের, মহসিনা বেগম, মুক্তা বেগম, সেলিনা বেগম, রেহেনা বেগম, জাহেরা বেগম ও মহসিন এর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার এজাহারে জানানো হয় মাত্র ৪ শতক জমি বিক্রি করা নিয়ে মোহাম্মদ আলী পরিবারের সঙ্গে আসামির পক্ষে বিরুদ্ধতা চলে আসছিলেন। ২০০৩ সালের ২৬ শে অক্টোবর দুপুর দুইটার দিকে মোহাম্মদ আলী ধান ক্ষেতে পানি শেষ দিয়ে বাড়ি ফেরার পথে আবু তাহের বাড়ির কাছে পৌঁছলে তাহেরুল ইসলাম ও তার সহযোগী তাদের আটক করে বেদম মারপিট করে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ সময় জাহেরুল লোহার রড দিয়ে মোহাম্মদ আলীর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে বাড়ির লোকজন এগিয়ে আসলে আসামিরা তাদের কেও মারপিট করেন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মোহাম্মদ আলীকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ জনকে আসামি করে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট অভিযোগ পত্র দাখিল করে দীর্ঘ শুনানি শেষে আজ রোববার আদালতে ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। বাকীদেরকে বেকসুর খালাস দেন আদালত। ঠাকুরগাঁও অতিরিক্ত দায়রা জজ ডি এম তারিকুল কবির এ রায় দেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply