গত ২১ অক্টোবর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দেয়া হয়। এ মামলায় আদালত আমীর খসরুর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুদিনের আবেদন করলে চট্টগ্রাম সহানগর হাকিম শফি উদ্দিন একদিনের রিমান্ড অনুমোদন দেন।
আদালত সূত্র জানায়, পুলিশের পক্ষ থেকে আমীর খসরুর কন্ঠস্বর পরীক্ষা করার জন্য আবেদন করা হয়েছিল। সে অনুযায়ী বিচারকের কক্ষে তাকে কাগজ দিয়ে পড়তে বলা হলে আমীর খসরু পড়তে অস্বীকৃতি জানান।
আদালতে আসামির পক্ষে আইনজীবী বলেন, এখনো পর্যন্ত ওই রেকর্ডের কন্ঠস্বর নিশ্চিত হওয়া যায়নি। ফলে রিমান্ডের কোন যুক্তিকতা নেই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply