দেশি পেঁয়াজের দাম আরও কমেছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে । দেশি পেঁয়াজ পাইকারি বাজারে ২৭-২৮ টাকা এবং খুচরা বাজারে ৩২-৩৫ টাকা কেজি পাওয়া যাচ্ছে । এক সপ্তাহ আগেও খুচরা বাজারে দেশি পেঁয়াজারের কিজি ছিল ৪০ টাকা। আর পাইকারিতে ছিল ৩০ টাকার বেশি।
পাশাপাশি গত কয়েক সপ্তাহের মতো ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে কাঁচামরিচ এবং বিভিন্ন ধরণের সবজি । দেশে বেশির ভাগ সবজির কেজি এখন ১৫-৩০ টাকার মধ্যে। তবে কয়েকটি সবজির দর এখনো ৪০ টাকার ওপরে রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন সব ধরণের পেঁয়াজ-মরিচের সরবরাহ বেড়েছে। নতুন দেশি পেঁয়াজের পাশাপাশি ভারত থেকে আমদানি করা পেঁয়াজে বাজার ভরপুর। তবে পেঁয়াজের দাম কমাতে সব থেকে বেশি ভূমিকা রেখেছে মেহেরপুরের পেঁয়াজ।
ব্যবসায়ীদের মতে, বাজারে দেশি পেঁয়াজারের কেজি যখন ১০০ টাকার ওপরে চলে যায়, তার কিছুদিন পরেই মেহেরপুরের পেঁয়াজ বাজারে আসতে থাকে। লালচে-কালো রঙের এই পেঁয়াজ বাজারে আসার পর থেকেই পেঁয়াজের আকাশচুম্বী দামে ছেদ পড়ে। দেখতে দেখতে ১০০ টাকা থেকে পেঁয়াজারের কেজি নেমে এসেছে ৪০ টাকার নিচে।
ব্যবসায়ীরা বলছে, প্রথম যখন মেহেরপুরের পেঁয়াজ বাজারে তখন এর দাম ছিল ৫০-৬০ টাকা। এরপর ধিরে ধিরে কমতে কমে এখন এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। যার প্রভাব পড়ে অন্য পেঁয়াজেও। যে কারণে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম ৯০ টাকা থেকে কমে এখন ২৫ টাকায় দাঁড়িয়েছে।
হাজিপড়া বৌ-বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা নতুন দেশি পেঁয়াজ বিক্রি করছেন ৩৫ টাকা কেজি দরে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন ২৫ টাকা কেজি দরে। ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মেহেরপুর থেকে আসা নতুন পেঁয়াজ।
এ বিষয়ে বাজারটির ব্যবসায়ী মো. কামাল হোসেন বলেন, ভারতের পেঁয়াজ এবং মেহেরপুরের পেঁয়াজের দাম গত সপ্তাহ যা ছিল এখন তাই রয়েছে। তবে দেশে পেঁয়াজের দাম কমেছে। আড়ত থেকে কম দামে দেশি পেঁয়াজ আনতে পারছি, সে কারণে আমরাও কম দামে বিক্রি করতে পারছি।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply