দিনাজপুরের ৬টি আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপিরা। টানা দুই দফায় দিনাজপুরের নৌকায় মাঝি হলেন তাঁরা।
রোববার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের হাতে তুলে দেয়া হয় দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ‘নৌকা মার্কা’ বরাদ্দের চিঠি।
দিনাজপুরের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আসনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এবং দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক।
এদিকে দিনাজপুরের ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেন মোট ৪৪ জন। এর মধ্যে দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেন ৫ জন। এরা হচ্ছেন-বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক ছাত্রলীগ নেতা আবু হোসাইন বিপু, আওয়ামীলীগ নেতা জাকারিয়া জাকা, এড. হামিদুল ইসলাম ও গোপেশ চন্দ্র রায়।
দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেন ২ জন। তারা হচ্ছেন- বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় উপ-পরিষদ সদস্য ডা. মানবেন্দ্র রায়।
দিনাজপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে আবেদন করেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী এবং জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল ও মোমেনা আক্তার লিপি।
দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দেশের প্রখ্যাত চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, সাবেক হুইপ মিজানুর রহমান মানু, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম।
দিনাজপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেন বর্তমান সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শান্তুনু, সফেদ আকতার তুহিন, মাহমুদুন নবী, ডা. তোফাজ্জল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির। এঁদের সকলের মধ্যে থেকে বর্তমানে যারা এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদেরকেই ফের মনোনয়ন দিলেন প্রধানমন্ত্রী।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply