নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ৪৮তম বিজয় দিবস পালন করেছে।
হাই কমিশন মুক্তিযুদ্ধে ভারতের পূর্ণাঙ্গ সমর্থন ও ভারতীয় যে সব সৈন্যরা বাংলাদেশের মুক্তিসেনাদের সঙ্গে যুদ্ধ করেন তাঁদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ মুক্তিযোদ্ধা, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদৎবরণ কারী তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নয়া দিল্লীস্থ হাইকমিশন দিবসটি উদযাপনে সোমবার এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply