কুষ্টিয়ায় বিচারকদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আদালতের পুরো সময়টাকে সদ্ব্যবহার করতে হবে। দুইটার পর আদালত যদি বন্ধ হয়ে যায়, তবে লক্ষ লক্ষ মামলার জট কোনদিনই মুক্ত হবে না। মানুষও আর কোর্টে আসবে না। এখনো মানুষের আস্থা আছে বলেই আদালতে বিচারের জন্য আসে।’
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুষ্টিয়া আদালত চত্বরে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধনকালে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিচারকদের তিনি বলেন, ‘সময় মতো আদালতে উঠবেন, আর সময় মতো নামবেন। দুপুরে খাবার খেয়ে আবারও কোর্টে বসবেন। বিকালে ঠিক নির্দিষ্ট সময়ে নামবেন।’
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী ও আবু জাফর সিদ্দিকী।
সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী।
অনুষ্ঠানে কুষ্টিয়া আদালতের বিচারক, আইনজীবী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply