দুধ বোনকে বিবাহ করা জায়েয নেই
হাদীস: হযরত উকবাহ ইবনে হারেস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবু ওহাব ইবনে আজিজ (রা) এর মেয়ে হযরত গনিয়াহকে বিবাহ করার পর আমার কাছে এক মহিলা এসে বললেন, আমি (উকবাহ) তার বিবাহিত স্ত্রী গনিয়াহকে বুকের দুধ পান করায়েছি।
যাতে তোমরা স্বামী-স্ত্রী উভয়ে দুধভাইবোন হয়েছে। এ কথা শুনে উকবাহ বললেন, আমি তো জানি না যে, আপনি আমাকে ও দুধ পান করিয়েছেন এবং আপনি আমাকে কখনো তো এ খবর দেননি।
অতঃপর উকবাহ এ জটিল মাসআলার সমাধান জানার জন্য মক্কা থেকে মদীনায় রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে সফর করে উপস্থিত হলেন।
রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে এ মাসআলা উপস্থিত করার পর তিনি বললেন, তুমি তার সাথে কিভাবে মেলামেশা করবে অথচ বলা হচ্ছে সে তোমার বোন। অতঃপর উকবাহ তাকে তালাক দিয়ে অন্য মহিলাকে বিবাহ করলেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply