কামরান আহমেদ রাজীব, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ গ্রীষ্মকালীন বিভিন্ন প্রকার সবজি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের সবজি চাষীরা। বিভিন্ন ধরণের সবজি চাষ করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি স্থানীয় বাজারে সবজি’র চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সবজি বাজারে সরবরাহ করছেন। দৌলতপুরের আদাবাড়িয়া, শশীধরপুর, প্রাগপুর, বিলগাথুয়াসহ উপজেলার বিভিন্ন এলাকার বিস্তির্ণী মাঠ জুড়ে এখন গ্রীষ্মকালীন সবজির সমারোহ। সিম, বেগুন, টমেটো, কফিসহ নানা ধরনের সবজি চাষ করে কৃষকরা তা বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। চলতি গ্রীষ্ম মৌসুমে দৌলতপুরে ২
হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনে সবজি চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকার কারনে সবজি চাষীরা সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন। আর তা স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারজাতকরণ করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। শশীধরপুর গ্রামের নাসির উদ্দিন নামে একজন সফল সবজি চাষী জানান, চলতি গ্রীষ্ম মৌসুমে সিম চাষ করে সিমের ফলন ভাল হওয়ায় সে সিম চাষে বেশ লাভবান হচ্ছেন। অপরদিকে আদাবাড়িয়া এলকার মমিন নামে আর একজন চাষী জানান, চলতি মৌসুমে টমেটো চাষ করে খরচ বাদ দিয়ে বেশ লাভের মুখ দেখছেন তিনি। অন্যান্য বছরের তুলনায় এবছর গ্রীষ্মকালীন সবজি চাষে ফলন ভাল হয়েছে এবং সবজি চাষ
করে সবজি চাষীরাও লাভবান হচ্ছেন। আর সবজি চাষে ভাল ফলনের জন্য কৃষি বিভাগও তদারকি ও পরামর্শ দিয়ে থাকেন চাষীদের বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি সম্প্রসারন কর্মকর্তা সজিব আল মারুফ। কৃষকদের বেশী বেশী সবজি চাষে উৎসাহ ও প্রণোদনা দিলে একদিকে যেমন ক্ষতিকর তামাক চাষ প্রবন এলাকা কুষ্টিয়ার দৌলতপুরের চাষীদের তামাক চাষ থেকে মুখ ফেরানো সম্ভব, অপরদিকে অর্থকরী ফসল সবজি চাষে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply