কামরান আহমেদ রাজীব দৌলতপুর প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরে ৬ কেজি গাঁজাসহ রাজু আহমেদ (২১) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আটকৃত রাজু আহমেদ উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা ভাগজোত পশ্চিম পাড়া গ্রামের আবুল মাঝির ছেলে।
পুলিশ জানায় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে প্রাগপুর – ভেড়ামারা সড়কের আল্লারদর্গা বিসমিল্লাহ মার্কেটে এস বি সুপার ডিলাক্স বাস কাউন্টারের সামনে একজন লোক টলি ব্যাগের ভিতর গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়না করার জন্য বাসের অপেক্ষা করছে, এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশাসন নজরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরির্দশক তদন্ত আজিজুর রহমান, এস আই খসরু আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে টলি ব্যাগের মধ্যে থাকা ৬ কেজি গাঁজাসহ রাজুকে আটক করেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশাসন নজরুল ইসলাম জনান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজার এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ রাজু আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, মামলা নং- ১৭ তাং ১০-০৩-১৯।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply