ভারতীয় আমদানী করা পেঁয়াজের দাফটে নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গার হাটে দেশীয় পেঁয়াজের এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের দরপতন ঘটেছে।গত ৫ দিন আগেও মঙ্গলবার হাটে যে দেশীয় পেঁয়াজ পাইকারি বাজারে প্রতিমণ ৮০০-১০০০ টাকা দরে বিক্রি হয়েছে,সেই পেঁয়াজ শনিবার হাটে প্রতিমণ
৬০০-৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।এর এক মাস আগে এই সংরক্ষন করা পেঁয়াজ প্রতিমণ ১৮০০-২০০০ টাকা দরে পাইকারি বাজারে বিক্রি হয়েছিল।মৌসুমের শেষ সময়ে আরও দাম পাওয়ায় আশায় কৃষকরা পেঁয়াজ ওই দামে অনেকে বিক্রি করেনি।বাজারে এই দেশীয় পেঁয়াজের দাম কমতে কমতে এতটাই কমে গেল তাতে এখন চাষীরা চরম হতাশ হয়ে বিলাপ করছে।আবার কয়েকদিন পরেই নতুন ল্যালা পেঁয়াজ উঠতে শুরু করবে এতে পেঁয়াজের আরোও দাম কমতে পারে বলে আভাস দিয়েছে স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা। সরেজমিন শনিবার নলডাঙ্গার হাটে গিয়ে দেখা যায়,বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় চাষীদের মুখে হতাশায় বিলাপ
করছে।মৌসুমের শেষ সময়ে পেঁয়াজের ভাল দামের আশায় অনেকে ঘরে ঘরে শত শত মণ পেঁয়াজ সংরক্ষন করে রেখেছে।কিন্ত হঠাৎ দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে।বাঁশিলা গ্রামে পেঁয়াজচাষী আনোয়ার হোসেন ৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে বিক্রি করতে করতে আরও ৪০ মণ পেঁয়াজ রক্ষিত আছে।শনিবার হাটে ৫ মণ পেঁযাজ এনে ৬০০ টাকা দরে বিক্রি করতে বাধ্য হয়েছি।এতে উৎপাদন খরচতো দুরের কথা চরম লোকসান হবে বলে তিনি জানান।তার মত সরকুতিয়া গ্রামের চাষী নজরুল ইসলাম,মাধবপুর গ্রামের
জহুরুল ইসলাম,মাধনগর গ্রামের আঃ রশিদ,সূর্যবাড়ির আতাউর রহমান,ধনকড়ার রফিকুল ইসলামসহ আরোও অনেক চাষী একই কথা জানিয়ে বলেন,প্রতিবছর মৌসুমের শেষ সময়ে দেশীয় পেঁয়াজের ভাল দাম পাওয়া যায় এই আশায় আমরা পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছিলাম এবং সেই টাকা দিয়ে রবি শস্য ও ধান আবাদ করবো।এখন আমাদের দুঃখ কে দেখবে?অপরদিকে রসুনের পাইকারি বাজারে প্রতিমণ ১০০০-১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।তাতে অনেক কৃষক বলেছে এই রসুন পেঁয়াজ আবাদ করে বার বার লোকসান দিতে হচ্ছে।এতে চাষীরা এ ফসল চাষে আগ্রহ হারিয়ে ফেলছে।নওগাঁর তিলুকপুরের পাইকার আসাদুল,আনারুল
ইসলাম জানান,আমরা নলডাঙ্গা সপ্তাহে দুই হাটে ১০০-১৫০ মণ পেঁয়াজ পাইকারি কিনে নওগাঁ এলাকায় খুচড়া ও পাইকারি বিক্রি করি।কিন্ত ভারতীয় আমদানী করা পেঁয়াজ প্রতি কেজি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।দেশীয় পেঁয়াজ কেন ২০-৩০ টাকা কেজি কিনে খাবে ? আরেক পাইকার কোরবান আলী জানান,এখনই অন্য এলাকায় আগাম নতুন ল্যালা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে।ফলে এ পেঁয়াজের এবাজার আরোও কমতে পারে বলে আভাস দিয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply