আদালতের নিষেধাজ্ঞা জারির পরও কৃষি জমিতে পুকুর খননের অপরাধে নাটোরে আব্দুল বাতেন শিকদার (৪০) নামে এক ইউপি সদস্যকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ৪টি এ্যাস্কেভেটর মেসিন বিকল করে দেয়া হয়। শুক্রবার দুপুরের পর অভিযান চালিয়ে আব্দুল বাতেন শিকদারকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিনা খাতুন এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত আব্দুল বাতেন সিকদার সদর উপজেলার লক্ষ্মিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের সদস্য ও লক্ষ্মিপুর গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে।
নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিনা খাতুন এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুকুর খননের অভিযোগে ওই ইউনিয়নের সদস্য আব্দুল বাতেন শিকদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অপরদিকে শহরতলীর চক আমহাটি এলাকায় মৌচাক মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুর রউফ ও সদরের মদনহাট পাবনা পাড়া এলাকার আরো দুইটি পুকুরে অভিযান চালানো হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও পুকুর খননে ব্যবহৃত ৪টি এ্যাস্কেভেটর বিকল করে দেয়া হয় এবং ব্যাটারিগুলো জব্দ করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply