নাটোরে কিছুতেই থামছেনা পুকুর খনন। হাইকোর্টের রিটকে অমান্য করে নাটোরের বিভিন্ন উপজেলায় চলছে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন। রবিবার বিকালে বড়াইগ্রাম উপজেলার জলন্দা মৌজার কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ। সেখানে গিয়ে তিনি এর সত্যতা পান। সেখানে একজন কৃষকের প্রায় ১৬ বিঘা জমিতে পুকুর খনন করা হচ্ছে।
খবর পেয়ে জমির মালিক এবং এক্সাভেটরের চালক পালিয়ে যায়। পরে সেখানে বিনা অনুমতিতে অবৈধভাবে পুকুরকাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে বিচারক আনোয়ার পারভেজ। তাৎক্ষণিক এক্সাভেটরের মালিককে না পেয়ে ৬টা ব্যাটারী জব্দ করে জনগনের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply