নাটোরের দত্তপাড়ায় ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান আলী খাঁকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি বা কাউকে গ্রেফতারও করা হয়নি। অপরদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে এখনও হাসান আলীর মরদেহ তার বাড়িতে এসে পৌঁছালে স্বজনদের
আহাজারীতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এদিকে হাসান আলীর মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামীলীগ কর্মি সালাউদ্দিন সেন্টু এবং তার সমর্থক শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় হাসান সমর্থকরা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এলাকার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরো পড়ুনঃ ভিন্ন আঙ্গিকে ফায়ার সার্ভিসের সাথে ভালোবাসা দিবস উদযাপন করেছে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল পরিবার
এদিকে হাসান আলী খাঁ হত্যার ঘটনা শুনে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল শুক্রবার দুপুরে ঢাকা থেকে এসে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় জেলা আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, রাত্রী সাড়ে ৮টার দিকে ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান আলী খাঁর মৃত্যুর সংবাদ এলাকায় পৌছালে হাসান সমর্থকরা ক্ষিপ্ত হয়ে হাসানের প্রতিপক্ষ সালাউদ্দিন সেন্টু এবং তার সমর্থক শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত হাসান আলী হত্যার ঘটনায় থানায় কেউ কোন মামলা দায়ের করেনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply