কয়েক ধাপে চলমান উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের ১৭ উপজেলার নির্বাচন ১৮ই জুন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএম-এ। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা এই ১৭ টার মধ্যে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে পঞ্চম ধাপের তফসিল ঘোষণা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।
তিনি বলেন, এই ধাপ শেষ ধাপ নয়। অক্টোবরে আরেকটি ধাপের নির্বাচন হবে। যদিও শেষধাপে অল্প কয়েকটি উপজেলায় ভোটের মাধ্যমে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন শেষ হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে, যাচাই বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। এই তফসিলে ১৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে।
প্রসঙ্গত, দলীয়ভাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল বর্জন করেছে। ফলে উপজেলা নির্বাচনে জৌলুস নেই বললেই চলে। গত ১০ মার্চ প্রথমধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ১৮ মার্চ দ্বিতীয় ধাপে, ২৪ মার্চ তৃতীয় ধাপে এবং ৩১ মার্চ চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply