নাটোরের হালসায় আগুনে পুড়ে গেছে গবাদি পশুসহ ১২টি বসতবাড়ি। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগরোম পুরানপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাটোর সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা জেসমিন আকতার বানু ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বাগরোম পুরাতন পাড়ায় বৈদ্যুতিক পোলে আগুন লাগে। সেখান থেকে আগুন ছিটকে নিচে থাকা খড়ের গাদার ওপর পড়ে। পরে তা ছড়িয়ে পরে আশে পাশের বাড়িতে। খবর
আরো পড়ুনঃ অন্যের বৌ তুলে নেওয়ার চেষ্টায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় ১২টি বাড়ির নগদ টাকা, গবাদি পশুসহ সমস্ত মালামাল। এ সময় আহত হয় ফরিদা নামে এক নারী। আগুনে ওই গ্রামের শাহিন আলী, রহিম উদ্দিন, জহুরুল ইসলাম, সফুরা বেগম,
শরিফুল ইসলাম, নূরজাহান খাতুন, মাজেদ, মোসলেম, ওমেজা ও জাহিদুলের বাড়ি পুড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানুসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply